কলকাতা: ইংরেজি নববর্ষের আগেই কলকাতায় (Kolkata) উদ্ধার কোটি কোটি টাকার ভেজাল ওষুধ (Counterfeit Drug)। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর পূর্বাঞ্চলীয় শাখা এবং পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেটের যৌথ অভিযানে মারণ রোগ ক্যানসার (Cancer Medicine) সহ বহু রোগের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। একটি বেসরকারি সংস্থায় হানা দিয়ে ভেজাল ওষুধগুলি (Medicine) উদ্ধার করা হয়েছে। নথি দেখাতে না পারার কারণে সংস্থার মালকিনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি কলকাতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থায় হানা দেয় সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন-র পূর্বাঞ্চলীয় শাখা এবং পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে ক্যানসার, মধুমেহ সহ বিভিন্ন রোগের জাল ওষুধ পাওয়া গিয়েছে বলে খবর। সেইসব ওষুধের প্যাকেটে লেখা ছিল, সেগুলি আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশে তৈরি। সেই সঙ্গে অনেক নকল ওষুধের ফাঁকা প্যাকেটও উদ্ধার করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন: বর্ষশেষের রাতে বন্ধ থাকতে চলেছে শহরের একাধিক রাস্তা, জেনে নিন বিস্তারিত
জানা গিয়েছে উদ্ধারকৃত ওষুধগুলির মশ্যে বেশিরভাগ ওষুধকে বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ওষুধকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সমস্ত ওষুধের কোনও নথি দেখাতে পারেননি ওই সংস্থার মালকিন। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। বিচারপতি সংস্থার মালকিনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে খবর। তবে এর সঙ্গে ভেজাল ওষুধের কোনও চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে সংস্থা।
দেখুন আরও খবর: