নয়াদিল্লি: কেরলের ওয়েনাড়ের ভূমিধস নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করে স্বাধীকার ভঙ্গের নোটিস দিল কংগ্রেস। শুক্রবার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ওয়েনাাড়ের ধস নিয়ে অমিত শাহের সতর্কীকরণের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদ জানান, ওয়েনাড় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় বিভ্রন্তিমূলক মন্তব্য করেছেন। গত ৩১ জুলাই রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেরল সরকারকে ভূমিধস নিয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরেও সে রাজ্যের সরকার কোনও ব্যবস্থা নেয়নি।
কংগ্রেস সাংসদের মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি সঠিক নয়। তিনি এমন মিথ্যা দাবি করে রাজ্যসভাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। অমিত শাহ ভুল তথ্য দেওয়ায় সংসদের গরিমা ক্ষুণ্ন হয়েছে। সকলেই জানেন, কোনও মন্ত্রী বা সাংসদ, সংসদকে বিভ্রান্ত করলে তিনি স্বাধিকার লঙ্ঘন করেন এবং কক্ষের অবমাননা করেন। সেই কারণেই অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কয়েক দফায় কোটি কোটি টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে, দাবি ইডির
গত বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, ২৩ জুলাই, ধস নামার সাতদিন আগেই কেরল সরকারকে ধস নামতে পারে বলে আগাম সতর্কতা দেওয়া হয়েছিল। শাহ বলেন, আমি স্পষ্ট করতে চাই, ২৩ জুলাই, ঘটনার সাত দিন আগে কেরল সরকারকে একটি আগাম সতর্কতা দিয়েছিল কেন্দ্র। তারপর ২৪ এবং ২৫ জুলাই আমরা তাদের আবার সতর্ক করেছিলাম। ২৬ জুলাই ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এবং ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
দেখুন আরও অন্যান্য খবর: