ঢাকা: পদত্যাগ করে বাংলাদেশ (Bangladesh) ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), এই খবর জানার পরেই রাজধানী ঢাকার (Dhaka) রাস্তায় মানুষের ঢল নেমেছে। তরুণ প্রজন্ম সহ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিজয়োল্লাস করছেন। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের দাবি, হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন হাসিনা। সঙ্গে রয়েছেন তাঁর বোন রেহানা।
বিজয়োল্লাসের মধ্যেই অত্যন্ত হৃদয়-বিদারক দৃশ্য চোখে পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Mujibur Rahman) মূর্তি ভাঙার চেষ্টা করছে কয়েকজন। কার্ফুকে উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট এবং বাংলা মোটর এলাকায় মানুষ উৎসব করতে নামেন।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে বাংলাদেশ সেনা
এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে সেনা। এই ঘোষণার আগে বিএনপি, জামাত সহ একাধিক দলের সঙ্গে বৈঠক করেন। তবে সেই বৈঠকে ছিল না শেখ হাসিনার আওয়ামি লিগ।
রবিবার থেকে শুরু হওয়া যুব সমাজের অসহযোগ আন্দোলন ঘিরে নতুন করে অশান্তির সূত্রপাত ঘটে বাংলাদেশে। অসহযোগ আন্দোলনের ডাক দেয় কোটা বিরোধী আন্দোলনে যুক্ত প্রতিবাদীরা। এবার দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। রবিবার হাজার হাজার ছাত্র ঢাকার রাস্তায় নেমেছিলেন। রবিবার পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃতের সংখ্যা ছিল ৯৮।