কলকাতা: লাগাতার বৃষ্টির জেরে একাধিক জেলায় জলমগ্ন ও বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে জেলাশাসকদের সব ছুটি বাতিল করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। নবান্ন সূত্রে খবর, জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলেছে নবান্ন।
পাশাপাশি জেলাশসকদের উদ্দেশে মুখ্যসচিবের নির্দেশ, বিপর্যয় মোকাবিলা দফরকে প্রস্তুত রাখতে হবে। ত্রান সামগ্রী সহ অন্যান্য সমস্ত কিছু ব্যবস্থা ও প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে লাগাতার বৃষ্টির জেরে কী পরিস্থিতি হচ্ছে, কোথায় কত জল জমছে, নদীগুলিতে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে, তার প্রতিমুহূর্তে নবান্নে রিপোর্ট পাঠাতে হবে বলে জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের।
আরও পড়ুন: কালনায় গঙ্গা ভাঙনে আতঙ্কিত কয়াশো পরিবার
দেখুন আরও অন্যান্য খবর: