Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
Chappel Coloumn : সেই গুরু গ্রেগের ভাবনার উল্টো সুর ইয়ানের লেখায় !
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:০৩:৪৫ পিএম
  • / ১৭১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

এ কী বললেন গুরু গ্রেগের ভাই! ম্যাচ নাকি ক্যাপ্টেন আর টিমের ক্রিকেটাররা জেতান, কোচ নন! আরে, এমনটিই তো ‘গ্রেগ – সৌরভ’ ডুয়েলে ভারতীয় অধিনায়ক বলেছিলেন কোচকে। সেদিন গুরু গ্রেগ ইগো হাতিয়ার করে সৌরভের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। আর এত বছর পর তাঁরই সহোদর ইয়ান চ্যাপেল বলে বসেছেন সেদিন নেতা সৌরভের কথা।

যদিও ইয়ান চ্যাপেল যে ইস্যু নিয়ে বলেছেন, তা হালের অস্ট্রেলিয়া কোচ বিতর্ক । তিনি বুঝতেই পারছেন না, কেন কোচ জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগ নিয়ে এত কথাবার্তা হচ্ছে। এই চ্যাপেল ভাইয়ের সোজা সাপটা কথা, দলকে জেতায় অধিনায়ক আর ক্রিকেটাররা। কোচ নন। উনি আবার অজি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, আর দলে কোচ নয়, ম্যানেজার রাখা হোক।

দলে ল্যাঙ্গারের কোচিং করানোর রীতি নীতি নিয়ে একমাস ধরে সমালোচনা হয়েছে দলের মধ্যে। প্যাট কামিন্স থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনা করে চলেছেন এন্তার। জনসমক্ষে টিমের কেউ তাঁর পাশে দাঁড়ায়নি বলে, দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

চ্যাপেল তাঁর সাপ্তাহিক কলমে এসব কথা লিখেছেন। বলেছেনঃ’ইস্যুটা এমনভাবে এগিয়েছে তাতে যেন মনে হচ্ছে, মন্টি পাইথন কমেডি শো হচ্ছে। সেখানে কেউ যেন চিল্লিয়ে বলে যাচ্ছে, সে অস্ট্রেলিয়ার কোচ নন – খুব দুষ্টু ছেলে’।

ইয়ানের মতে, ক্রিকেট ফ্যানরা দেখে – কোচ নয়, অধিনায়ক কে হচ্ছে। প্যাট কামিন্স আর তার দলবল পাকিস্তানে গিয়ে বল করবে। ব্যাট করবে। জিতবে কিংবা হারবে। সবেতেই ক্রিকেটাররা সব, কোচ নয়। ভাই চ্যাপেল এটা বুঝে আজ লিখছেন,আর বহু আগে আরেক কোচ ‘চ্যাপেল’কে এটাই বলা হয়েছিল। তখনকার নেতা সৌরভ গঙ্গোপাধ্যায় বলতে বাধ্য হয়েছিলেন।

ইয়ান বলেছেন,’আন্তর্জাতিক পর্যায়ে সারাক্ষণ লেগে থাকা কোচের প্রয়োজনই নেই। কোনও টেকনিক্যাল সমস্যা খেলায় দেখা দিলে সহ ক্রিকেটাররাই সামলে দিতে পারে।

আরও নয়া ভাবনার কথা শুনিয়েছেন। তাঁর মতে, খুব ভালো একটি নির্বাচন কমিটি বাছাই করা উচিত। সঠিক দল নির্বাচন করা দরকার। কোচ নিয়ে মাথাব্যাথা থাকে শুধু জনগনের।

৭৮ বছরের এই প্রাক্তন অজি ক্রিকেটারটি মনে করেন ‘হেড কোচ’ নামকরণটি ভুল। দলের দেখভাল করা লোকটির নাম – ম্যানেজার হওয়া উচিত। যদি কোনও দলের নেতা সেই দলের কয়েকজন নির্ভরযোগ্য ক্রিকেটারদের নিয়ে মাঠের লড়াই সামাল দিতে পারে আর মাঠের বাইরের যা কিছু ক্রিকেট বোর্ডের প্রশাসনিক মহল দেখে নেয় – সেই দলের সাফল্য নিশ্চিত। একজন আন্তর্জাতিক মানের কোচ দরকার তখনই, যখন অস্ট্রেলিয়া দল ইংল্যান্ড সফরে যাবে।’

তারমানে ভারতের ক্ষেত্রে তা হয়তো দরকার হতে পারে অস্ট্রেলিয়া বা পাকিস্তান সফরে। জিম্বাবুয়েতে নয়। গুরু গ্রেগ যত বিপত্তি ঘটিয়ে ছিলেন, তা সেই জিম্বাবুয়ে সফরে। আর হোম সিরিজে। সচিনকে তাঁর পছন্দের ওপেনিং স্লট থেকে সরিয়ে দিয়েছিলেন। আর অধিনায়ক সৌরভের সঙ্গে লড়ে যান, জিম্বাবুয়ে সফরে। সৌরভের ভুল ছিল, গ্রেগের মতন কাউকে এই দলের কোচ করে আনার জন্যে বোর্ড কর্তা আর কিছু সিনিয়র ক্রিকেটারদের বোঝানো।

এই চ্যাপেল ভাই মনে করেন, কামিন্স অস্ট্রেলিয়াতে যথেষ্ট জনপ্রিয়। লিজেন্ড ক্রিকেটার। দলের প্রতি দারুন টান আছে। দলে তাঁর প্রভাব আছে। এইসব দেখে জেনে বুঝে ইয়ানের পরামর্শ জাতীয় দলে নুতন স্টাইলের বা মানসিকতার কোচিং দরকার।
চ্যাপেল কোচ জাস্টিনের নয় ভুয়সী প্রশংসা করেছেন কামিন্সের। স্মার্ট ক্রিকেটার। তিনি ভালো ক্যাপটেন কারণ, বোলিং অভিজ্ঞতা অনেক। খেলাকে নিজের অনুভূতি দিয়ে পরখ করে সামাল দিতে পারেন। তাঁর চারপাশে লড়াকু ক্রিকেটারদের ভিড়।

ক্যাপ্টেন কামিন্সকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘অধিনায়কের সব সময় ভালো, সময় যাবে না। ইংল্যান্ডের বিপক্ষে যে সাফল্য মিলেছে, তা পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে কঠিন হতে পারে। তবে নিজস্ব মেজাজে খেলে যেতে হবে। সামনে আরও কঠিন লড়াই। তবে কামিন্স সফল হবে নেতা হিসেবে, কারণ একটাই – সে বরাবর লড়াইয়ে এগিয়ে থাকতে চায়।
ভুলে গেলে চলবে না, ইয়ান চ্যাপেল দেশের প্রাক্তন ক্রিকেটারদের কোচ ল্যাঙ্গারের সমর্থনে গোল ফাঁটানোর জন্য তাঁদের উল্লেখ করেছিলেন ‘পি অর মেশিন’ বলে।

সত্যি সেলুকাস – কি বিচিত্র এই ভুবন! এক চ্যাপেল ভাই কোচ হয়ে ভারতীয় ক্রিকেটে যা যা ক্ষতি করে গিয়েছিলেন, আরেক চ্যাপেল ভাই সেইসব নিয়ে সমালোচনায় মুখর অজি কোচ ল্যাঙ্গারের বিতর্কে !!

ছবি : সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

পুজোয় যত খুশি যাতায়াত করুন! বিশেষ কার্ড দেবে কলকাতা মেট্রো
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
যাদবপুরে স্থায়ী উপাচার্য নিয়োগের আশ্বাস রাজ্যপাল
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মহানগরের মহাপুজো, ৬৬ পল্লী
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
পুজোতে ভিড়ে খুঁজে পাচ্ছেন না কাছের মানুষকে? মুশকিল আসান করবে লালবাজার
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় মোদির অবদান গত ১১ বছরে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভগবান বিষ্ণু সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রধান বিচারপতির!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভাদুকে আপন করে নিয়েছেন পুরুলিয়ার মেয়ে, বউরা
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
কংগ্রেস নেতার নির্বাচন বাতিল করল কর্ণাটক হাইকোর্ট!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চালের স্বাদ-সুবাস দুইই ফিকে হচ্ছে? সঠিক পদ্ধতি মেনে ধুচ্ছেন তো?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
বয়কটের হুমকির পর ফের মাঠের দিকে রওনা দিল পাক ক্রিকেটাররা!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চাঁচলের নার্সিংহোমে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আইসিসির সেরা হলেন বরুণ, স্মৃতি, শীর্ষে অভিষেক, হার্দিকও
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আজব অভিযোগ এনে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি খালিস্তানিদের!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
হাইকোর্টের চাপ, মুখ্যসচিবের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি, কী জানাল হাইকোর্ট?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতীয় সেনার হাতে আসছে নতুন অ্যাটাক হেলিকপ্টার!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team