অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: আরজি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে দফায় দফায় চলছে প্রতিবাদ, মিছিল। তারকা থেকে আমজনতা পথে নেমেছেন হাজার হাজার মানুষ। এমনই আবহে রবিবার কোন্নগরের ধর্না মিছিলের মঞ্চ থেকে সরকারি বেতন, বোনাস, পুরস্কার নিয়ে অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) বিরূপ মন্তব্যে উত্তাল নেটপাড়া।
নানান মহলে শুরু হয়েছে নানান সমালোচনা। উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের সরকারি পুরস্কার গ্রহণ সম্পর্কে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন নাট্যকার চন্দন সেন (Chandan Sen)।
আরও পড়ুন: ঘাঁটা মল্লিক, টা টা… ‘বোনাস’ মন্তব্যে কাঞ্চনকে তুমুল কটাক্ষ ঋদ্ধি, ঋত্বিক, সুদীপ্তাদের
এই বিষয়ে নাট্যকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বিধায়ক মহাশয় যে মন্তব্য করেছেন তা তাঁকে আঘাত করেছে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকে সমর্থন জানাতেই তিনি ২০১৭ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদত্ত ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল করেছেন চন্দন বাবু। তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তাকে মেইল করে তিনি জানিয়েছেন, আজকেই পুরস্কার স্মারক এবং সাম্মানিক মূল্য ২৫০০০ টাকা তিনি ফিরিয়ে দেবেন।
দেখুন বিস্তারিত খবর