বেঙ্গালুরু: বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) প্রথম টেস্ট শুরু। কিন্তু সে ম্যাচে বাগড়া দিতে পারে আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে দক্ষিণ ভারতের অনেকটা অংশে। চেন্নাইয়ের অবস্থা সবথেকে খারাপ, আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি পড়বে বেঙ্গালুরুতেও (Bengaluru)। এমনকী আগামী পাঁচদিন ধরেই আবহাওয়ার ভ্রুকুটি থাকবে।
অ্যাকুওয়েদার জানাচ্ছে, বুধবার দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। বৃহস্পতিবারে সেই সম্ভাবনা ২৪ শতাংশ। তৃতীয় দিনের দুপুরেও বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শনিবার পরিস্থিতির অনেকটা উন্নতি হবে, ঝড়বাদলের সম্ভাবনা সেদিন ১ শতাংশ। কিন্তু রবিবার ফের আকাশ মেঘলা হবে ঝড়বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ার, আইপিএলে কী হবে?
𝗜𝗻𝗱𝗶𝗮 𝘃𝘀 𝗡𝗲𝘄 𝗭𝗲𝗮𝗹𝗮𝗻𝗱
𝘛𝘩𝘦 𝘗𝘳𝘦𝘭𝘶𝘥𝘦 𝘣𝘺 𝘙 𝘈𝘴𝘩𝘸𝘪𝘯#TeamIndia 🇮🇳 is back in whites 🤍
One sleep away from Test No.1#INDvNZ | @IDFCFIRSTBank | @ashwinravi99 pic.twitter.com/lzVQCrtaLh
— BCCI (@BCCI) October 15, 2024
মঙ্গলবার সকাল ৮.৩০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বেঙ্গালুরু শহরে। বহু নিচু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, পরিস্থিতি আরও খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে তারা। এ অবস্থায় টেস্ট ম্যাচ হওয়া নিয়ে প্রবল আশঙ্কা দেখা দিচ্ছে।
এই ম্যাচের কিছুটা সময় বৃষ্টি নষ্ট করবে বোঝাই যাচ্ছে। তবে কানপুরে (Kanpur Test) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত যে কাণ্ড করেছে তাতে সবমিলিয়ে দিন তিনেক পেলেও কিছুটা একটা হতেই পারে। তবে তার জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মাঠ যত দ্রুত এবং ভালো করে ঢাকা যাবে, সময় নষ্ট তত কম হবে।
দেখুন অন্য খবর: