দিল্লিঃ শীত যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা। দিল্লিতে ইতিমধ্যেই তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। বাদ নেই কলকাতাও। আর এই আবহেই এবার কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে পাঠানো হল সতর্কতা চিঠি।
কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ-সহ প্রতিটি কেন্দ্রশাসিত জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ন্ত্রণ রেখার বাইরের দূষণ মাত্রা রোধ করার জন্য তৈরি করে দেওয়া হয়েছে অ্যাকশন প্ল্যানও।
আরও পড়ুনঃ দূষণ! দিল্লিতে এবার অনলাইন শুনানি, সমস্ত আদালতকে সুপ্রিম পরামর্শ
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন প্রতি বছর উত্তরোত্তর বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার জেরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার জেরে মানুষ বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন। শ্বাস কষ্ট জনিত সমস্যা ছাড়াও কার্ডিয়োভাস্কুলার এবং সেরিব্রোয়ার ভাস্কুলার সিস্টেমেও বড়সড় সমস্যা তৈরি হতে পারে বলে বলে জানানও হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।
কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রাজ্যকে নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করণের পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। স্বাস্থ্য পরিকাঠামো সঠিক পদ্ধতিতে তৈরি করা হলে সেই অনুযায়ী সমস্ত রাজ্য নিজেদের স্বাস্থ্য পরিকাঠামোর উপর কাজ করতে পারবে।
দেখুন অন্য খবর