কলকাতা: আরজি কর কাণ্ডে এবার নতুন এমএসভিপিকে তলব করল সিবিআই। সূত্রের খবর, বুধবার আরজি কর তদন্তে নতুন এমএসভিপি বুলবুল মুখোপাধ্য়ায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজ নিয়ে টানা ছ’বার সিজিওতে হাজিরা দিলেন তিনি।
আরজি কর কাণ্ড নিয়ে তিনটি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। নতুন করে বিড়ম্বনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বহু দুর্নীতির মামলায় ইডির তদন্ত চেয়ে মামলার আবেদন বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি আদালতের।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ৩টি মামলা দায়ের হাইকোর্টে
সেইসঙ্গে আকতার আলি নামে অভিযোগকারী ডেপুটি সুপার নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই তাঁকে নিরাপত্তারও আবেদন করার হয়েছে মামলায়। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। এদিকে পরিবারের নিরাপত্তা চেয়ে আরজি করের বিতর্কিত প্রাক্তন অধিকর্তা সন্দীপ ঘোষ হাইকোর্টে। মামলায় অভিযোগ, তাঁর বাড়িতে স্ত্রী, বৃদ্ধ শ্বশুর-শ্বাশুড়ি সহ অন্যরা থাকেন। বর্তমান আবহে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। সরকারি কৌঁসুলি না থাকায় বেলা ২টোয় মামলার শুনানি বিচারপতি ভরদ্বাজের এজলাসে।
দেখুন আরও অন্যান্য খবর: