কলকাতা: আট বছর আগে পুলিশের অত্যাচারে তরুণের মৃত্যু হয়। এতদিন পর তার তদন্ত হতে চলেছে, তাও হাইকোর্টের নির্দেশে। মৃত্যুর আট বছর পর এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
২০১৬ সালে মৃত্যু হয়েছিল সৌমিক দাস নামে এক তরুণের। অভিযোগ ওঠে, নোয়াপাড়া (Noapara Police Station) থানার পুলিশের অত্যাচারে মৃত্যু হয়েছে তাঁর। মৃতের মা থানায় খুনের অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি, তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে। জেলার পুলিশ সুপার, মানবাধিকার কমিশন (Human Rights Commission), সর্বত্রই তিনি চিঠি দিয়ে তাঁর অভিযোগ জানিয়েছিলেন।
আরও পড়ুন: জামতারা গ্যাংয়ের সদস্যরা ধরা পড়ল পুলিশের জালে
এবার এই ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে তদন্ত হতে চলেছে। আদালত এও জানিয়েছে, ডিএসপি (DSP) পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত করাতে হবে। ভবিষ্যতে গুরুতর অভিযোগ নেওয়ার ক্ষেত্রে পুলিশ এহেন আচরণ না করে, তা নিশ্চিত করতে ডিজিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অজয় কুমার গুপ্তা (Justice Ajay Kumar Gupta)।
কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, গুরুতর অভিযোগ এলে পুলিশ তার নিজের দায়িত্ব কখনওই এড়িয়ে যেতে পারে না। যে বা যারা এফআইআর দায়ের করেনি সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। পুলিশের উচিত অভিযোগকারীর অধিকারের সুরক্ষা প্রদান করা। সাত দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ না করেও দীর্ঘ সময় নষ্ট করা হয়েছে।
দেখুন অন্য খবর: