কলকাতা: অবশেষে মিলল হাইকোর্টের অনুমতি। আদালতের গ্রীন সিগন্যাল পাওয়ার পর আজ দুপুরে কলকাতায় বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল হতে চলেছে। জানা গিয়েছে, এই মিছিল আরআর অ্যাভেনিউ এবং লেনিন সরণী হয়ে লোয়ার সার্কুলার রোড এবং এজেসি বোস রোড বা মৌলালি ক্রসিং থেকে বেকবাগান মোড়ে যাবে। সেখানে গিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্বারকলিপি জমা দেবেন। প্রতিবাদ মিছিলের জন্য বিরাট পুলিশ বাহিনী রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোনওরকম গোলমালের পরিস্থিতি তৈরি হলে পুলিশ যাতে লাঠি চালাতে সংশয়ে না করে, তাও স্পষ্ট করে দিয়েছে আদালত। উল্লেখ্য, বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে গোবর্ধন গিরি চারিটেবিল ট্রাস্ট-এর পক্ষ থেকে পদযাত্রার করার অনুমতির আবেদন পুলিশ বাতিল করায় এই মামলা হয় হাইকোর্টে।
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিমান বসু
এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের স্পষ্ট পর্যবেক্ষণ, পুলিশের বেঁধে দেওয়া রুটেই মিছিল যাওয়ার অনুমতি দেওয়া হল। তাই এই বিষয়ে পুলিশকে আরও সতর্ক হতে হবে। এছাড়াও, হাইকোর্ট জানায় যে, আজ বেলা ১২.১৫ থেকে ৪.১৫-র মধ্যে এই কার্যক্রম শেষ করতে হবে। পাশাপাশি, মিছিলের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে আদালত। বিচারপতি জানান, মিছিলে এক হাজার বেশি মিছিলে লোক রাখা যাবে না এবং বেকবাগান বা ওই রাস্তায় কোথাও মিছিল দাঁড় করিয়ে ভিড় জমানো যাবে না।
দেখুন আরও খবর: