কলকাতা: নেপালের (Nepal) নদীতে পড়ল ভারতীয় পর্যটক বোঝাই একটি বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের, আহত অন্তত ১৬। এই ঘটনা নেপালের তানাহুন (Tanahun) জেলার, বাসটি পড়ে যায় মারসিয়াংড়ি নদীতে। জানা গিয়েছে, ৪০ জন ভারতীয়কে নিয়ে বাসটি পোখরা (Pokhara) থেকে কাঠমান্ডুর (Kathmandu) দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে ফারুক আবদুল্লার দলের সঙ্গে জোট কংগ্রেসের?
তানাহুন পুলিশের ডিএসপি দীপককুমার রাহা জানান, নম্বর প্লেট (ইউপি এফটি ৭৬২৩) থেকে জানা গিয়েছে, বাসটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh)। আর্মড পুলিশ ফোর্স ডিজাস্টার ম্যানেজমেন্টের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট মাধব পৌড়েলের নেতৃত্বে ৪৫ জনের পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
এও জানা গিয়েছে, ভারতীয় পর্যটকরা পোখরার মাঝেরি রিসর্টে ছিলেন। শুক্রবার সকালে তাঁরা কাঠামান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিলেন। এদিকে উত্তরপ্রদেশের রিলিফ কমিশনার জানিয়েছেন, তাঁরা নেপালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং রাজ্যের কতজন ওই বাসে ছিল তা জানার চেষ্টা করছেন।
দেখুন অন্য খবর: