দিল্লি: আম্বেদকরকে (B R Ambedkar) নিয়ে ‘ফ্যাশন’ মন্তব্য করে ইতিমধ্যে সমালোচনার শিরোনামে উঠে এসেছে অমিত শাহর (Amit Shah) নাম। গতকাল সংসদে এই নিয়ে ব্যপক বিক্ষোভ দেখায় কংগ্রেস। আজও বজায় ছিল কংগ্রেস সাংসদদের (Parliament) বিক্ষোভ। এর মাঝেই লোকসভার মকর দরজায় এই ইস্যু নিয়ে বিজেপি ও কংগ্রেস- দুই পক্ষের বাকবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। তাতেই আহত হন বিজেপির দুই সাংসদ- প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী এবং মুকেশ রাজপুত। এরপর বিজেপি অভিযোগ করে, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় পড়ে দিয়ে আহত হয়েছেন দুই সাংসদ। এই বিষয়ে রাহুলের নামে মামলা করার কথাও ঘোষণা করা হয়েছে পদ্ম শিবিরের তরফে।
সংসদে সুই বিজেপি সাংসদের আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “উনি কীভাবে সংসদে গায়ের জোর দেখানোর সাহস পেলেন? কীভাবে উনি অন্য সাংসদদের আক্রমণ করার অধিকার পেলেন? সংসদ তো আর কুস্তির আখড়া নয়।” একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রশ্ন তোলেন, উনি কি ক্যারাটে, কুংফু শিখে এসে এই ধরণের কাজকর্ম করেন? পাশাপাশি, আক্রান্ত সাংসদ এই ঘটনা প্রসঙ্গে জানান, “রাহুল গান্ধী আমার সামনে দাঁড়িয়ে থাকা আরকজন সাংসদকে ধাক্কা দেন, তিনি আমার উপর পড়ে যান, সেই কারণেই আমি সিঁড়িতে দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যাই।”
আরও পড়ুন: পার্লামেন্টে হাতাহাতি! রাহুল গান্ধীর ধাক্কায় আহত বিজেপি সাংসদ?
যদিও রাহুল গান্ধী নিজে এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি জানান, “আমি সংসদের যখন ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাধা দেন। তাঁরা আমাকে ধাক্কা দিতে থাকেন। আমার সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গেকেও ঢুকতে বাধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়।” একইসঙ্গে রাহুল গান্ধী দাবি করেন, “এটা সংসদ, এখানে ঢোকার অধিকার রয়েছে আমাদের।”
দেখুন আরও খবর: