পূর্ব বর্ধমান: রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের হীরাগাছিতে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুভাষ কুমার দত্ত ওরফে বেলি (৪৪)। তিনি বৈকুণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেড়িয়েছিলেন সুভাষ। রাত ১টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে তাঁর মৃতদেহ পড়ে রয়েছে। পরিবারের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের। তিনি বর্ধমান বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ট্রেনের ধাক্কায় নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
পূর্ব বর্ধমান: রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের হীরাগাছিতে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুভাষ কুমার দত্ত ওরফে বেলি (৪৪)। তিনি বৈকুণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেড়িয়েছিলেন সুভাষ। রাত ১টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে তাঁর মৃতদেহ পড়ে রয়েছে। পরিবারের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের। তিনি বর্ধমান বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ট্রেনের ধাক্কায় নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী