কলকাতা: আরএসএস (RSS) এবং বিজেপির (BJP) সম্পর্কে ফাটল কি আরও চওড়া হচ্ছে? লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এবার ইঙ্গিত আরও স্পষ্ট হল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ভাবধারায় চলা মারাঠি পত্রিকার কভার স্টোরিতে বিজেপিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করা হল, যা নিয়ে ফের শোরগোল পড়েছে বিজেপির অন্দরে।
মারাঠি পত্রিকা বিবেক-এর (Vivek) কভার স্টোরিতে লেখা হয়েছে, মোদির রাজত্বে বিজেপি ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে… যেখানে সব দলের দাগী নেতার শোধন হচ্ছে… পার্টি ইমপোর্টার হয়ে গিয়েছে, অন্যান্য দল থেকে লোকজন আনা হচ্ছে… এর জন্য লোকসান হচ্ছে বিজেপিরই… কার্যকর্তারা জবাবদিহি করতে পারছেন না।
আরও পড়ুন: ‘জন্মিলে মরিতে হবে,’ ১২১ জনের মৃত্যুতে প্রবচন আওড়ালেন ভোলেবাবা!
দুই সংগঠনের বিবাদ চলছে অনেকদিন ধরেই। লোকসভা নির্বাচন চলাকালীনই সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) বলেছিলেন, বিজেপি-র আরএসএস-কে আর প্রয়োজন নেই। রাজনৈতিক মহলে জল্পনা ওঠে, হাই কম্যান্ড অর্থাৎ মোদি-শাহের সমর্থন পেয়েই এত বড় মন্তব্য করেছেন নাড্ডা। সে সময় চুপ ছিল আরএসএস, কিন্তু নির্বাচনের ফলাফল বেরতেই সরব হয় তারা।
একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, সরকার গড়তে তাদের শরিক দলেদের উপর নির্ভর করতে হয়েছে। ফলাফল বেরনোর পরপরই সঙ্ঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, যে মর্যাদা পালন করে নিজের কাজ করে, অহঙ্কার করে না, সে-ই সত্যিকারের সেবক। বলা বাহুল্য, ভাগবতের তির ছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতি। আর এক সঙ্ঘ নেতা ইন্দ্রেশ কুমার বলেন, যারা অহঙ্কার করেছিল, ঈশ্বর তাদের ২৪০ আসনেই আটকে দিয়েছেন।
দেখুন অন্য খবর: