কলকাতা: বিধানসভার (Assembly) অধিবেশন কক্ষে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বয়কট করল বিজেপি (BJP) বিধায়করা। যখনই ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে উঠছেন। তখনই বিরোধীদল বিজেপির বিধায়করা কক্ষ ত্যাগ করে বাইরে চলে যাচ্ছেন। স্পিকার এই বিষয়টি নিয়ে বিজেপির পরিষদীয় দলনেতা শংকর ঘোষকে অনুরোধ করলেন বিধানসভার গরিমা নষ্ট হয় এমন কোন কাজ না করাই বাঞ্ছনীয়।
আমার প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ কোনও সাম্প্রদায়িকতাকে আমি প্রশ্রয় দেব না। জীবনের শেষ দিন শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকব। ধর্মনিরপেক্ষতার রাস্তা ছাড়ছি না। ছাড়ব না। আমি ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে সরছিনা সরবনা। আমার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারওর নেই। বিধানসভায় জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: দল আমাকে বাদই দিয়েছে, মন্তব্য অভিমানী অধীরের
ইসলাম ধর্মে যাঁরা জন্মগ্রহণ করেনি তাঁরা দুর্ভাগা। ফিরহাদের এই মন্তব্য নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনার অনুমতি না মেলায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই বিধানসভাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করা হয়েছে। দলের বিধানসভায় পরিণত করা হয়েছে। আমরা ফিরহাদ হাকিমের সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদ করেছিলাম। আমাদের মুলতুবি প্রস্তাব পড়তে দেওয়া হয়নি।
আরও খবর দেখুন