কলকাতা: থ্রেট কালচারে অভিযুক্ত বিরূপাক্ষকে সরাল স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, বর্ধমান মেডিক্যাল হাসপাতালের (Burdwan Medical College and Hospital) দায়িত্বে থাকা ডাক্তার বিরুপক্ষ বিশ্বাস (Dr. Birupaksha Biswas) এর কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে। বুধবার স্বাস্থ্যদফতরের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ৩ সেপ্টেম্বর দুপুরে বদলি করা হয়েছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদে যোগ দেবেন তিনি। সন্দীপ ঘোষকে সাসপেন্ডের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে তাকে বদলি করা হল কাকদ্বীপ হাসপাতালে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষর বিরুদ্ধেও দাদাগিরির একাধিক অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। কাকদ্বীপ হাসপাতালের বদলি হতেই বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয় হাসপাতালের সামনে। এই ডাক্তার বিরূপাক্ষকে যাতে হাসপাতালে ঢুকতে না পারে তার জন্য মূল গেট আটকে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীরাও
আরও পড়ুন: বুধবার ইডির দফতরে হাজির দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
উল্লেখ্য, পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ, আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুলনের ঘটনার পর রাজ্যের বিভিন্ন মেডিক্যাল ‘থ্রেট কালচার’ তৈরি হয়েছে। এই হুমকি দেওয়ার একাধিক অডিও ক্লিপও ভাইরাল হয়েছে। এই ঘটনায় নাম উঠে আসে সন্দীপ ঘনিষ্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। পরীক্ষায় ফেল করানোর হুমকি দিতে শোনা যায় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। ভাইরাল সেই অডিয়ো ক্লিপ ঘোরে চিকিৎসকদের গ্রুপে গ্রুপে। বিরুপাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে স্থানান্তর করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিক্যালে তিনি রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।
অন্য খবর দেখুন