পাটনা: বিহারে (Bihar) রাস্তায় নেমে এল ইন্ডিয়া জোট (India Alliance)। বিক্ষোভে উত্তাল পাটনা। পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। সমস্যায় নীতিশ কুমার। বিহারে আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে বলে শনিবার বিক্ষোভ দেখাল বিরোধীরা।
বিহারে অপরাধ ক্রমশ বাড়তে থাকায় রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করল ইন্ডিয়া জোট। আরজেডি, কংগ্রেস, সিপিএম, সিপিআইএমএলের কর্মী সমর্থকেরা আইন শৃঙ্খলার অবনতিতে এদিন মিছিল করলেন। পাটনায় আয়কর দফতরের অফিস, ডাকবাংলো ক্রসিং, ফ্রেজার রোড দিয়ে মিছিল যায়। এরপর বিক্ষোভকারীরা জেলাশাসকের অফিসে স্মারকলিপি জমা দেয়। সরকার বিরোধী স্লোগানে মুখর হয় পাটনার রাজপথ। ইন্ডিয়া জোটের সমর্থকরা অভিযোগ করেন নীতীশ কুমার বিরোধী স্বরকে চাপা দিতে পুলিশকে ব্যবহার করছে। রাজ্যের সব জেলা সদরে এদিন মিছিল হয়েছে। রাজ্যপালকে উদ্দেশ্য করে লেখা স্মারকলিপি জেলাশাসককে জমা দেওয়া হয়।
আরও পড়ুন: বাংলাদেশের উপর নজর রাখছে নবান্ন, কেউ আটকে আছেন কি না, খোঁজ
আরও খবর দেখুন