ভাতার: সরকারের ৮৫ হাজার টাকা অনুদান নিতে গেলে পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। এমনই হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর। দুর্গা পুজোর চেক বিতরণী উৎসবে ভাতারের বিধায়কের এমন মন্তব্যে বিতর্কি শুরু হয়েছে। আর এর জেরেই সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।
দুর্গা পুজোর চেক বিতরণ অনুষ্ঠান হচ্ছে ভাতারে। সেই অনুষ্ঠান মঞ্চে রয়েছেন ভাতারের বিডিও এবং ভাতার থানার আইসি। রয়েছেন ভাতার বিধানসভা কেন্দ্রের য়েসব ক্লাব অনুদান পাবে সেই ক্লাবের কর্মকর্তারাও। সেখানেই ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী এক প্রকার হুমকির সুরেই জানিয়ে দিলেন, যে যে ক্লাব সরকারি টাকা নেবেন তারা যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুজো মণ্ডপে লাগায়। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না লাগান তাহলে তারা টাকা নেবে না। টাকা ফেরত দিয়ে দিতে হবে। ভাতারের বিধায়কের এহেন মন্তব্যে ধিক্কার রাজনৈতিক মহল জুড়ে।
আরও পড়ুন: তথ্য প্রমাণের অভাবে নিঃশর্ত মুক্তি নির্মল মাঝির
দেখুন আরও অন্যান্য খবর: