কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় উত্তাল গোটা দেশে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ, আন্দোলন। সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা। আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদের আবহেই নতুন ছবি ‘দানব’-এর ঘোষণা করলেন পরিচালক আতিউল ইসলাম (Atiul Islam)। এর আগে ‘ফতেমা’ পরিচালনা করেছিলেন তিনি। উঠে এসেছিল ধর্মীয় ভেদাভেদের কাহিনি।
ছবিতে উঠে আসবে নারী নির্যাতনের কথা। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার শেয়ার করে পরিচালক লিখেছেন “যে মাটিকে ‘মা দুর্গা ‘ রুপে আমরা পুজো করি, সেই মাটিতেই মায়েদের ওপর হচ্ছে নৃশংস অত্যাচার। ঠিক তখনই দানব-এর জন্ম হয়। একটু আলাদা কিচ্ছু নিয়ে আসছি, ভালো লাগবে আপনাদের সবার।”
আরও পড়ুন: মাতৃত্বকালীন ফোটোশুটে সাহসী দীপিকা, স্ত্রীকে সোহাগে ভরালেন রণবীর
নতুন ছবি ‘দানব’ প্রসঙ্গে কলকাতা টিভি ডিজিটালকে পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, আরজি কর-কাণ্ডের ঘটনা হুবহু ছবিতে উঠে আসবে না। কিন্তু হাসপাতাল, নারী নির্যাতনের মতো বিষয়গুলো থাকছে ছবিতে। থাকছে বাস্তবের প্রেক্ষাপটের কাহিনিও। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পিয়ার খানকে। অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়, লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদারদের দেখা যাবে ‘দানব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির শুর্টিং। গল্পের প্রেক্ষাপট মুর্শিদাবাদ, তাই মুর্শিদাবাদেই হবে ছবির অধিকাংশের শুটিং।
দেখুন বিনোদনের আরও খবর