কলকাতা: ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) বয়স এখন ৩৩। শুধুমাত্র লাল বলের ক্রিকেটটাই খেলেন তিনি। ফলে ধরে নেওয়া যায় আরও বেশ ক’ বছর খেলবেন তিনি। তবু এখনই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে দিলেন। তারকা অলরাউন্ডার জানিয়েছেন, অবসর নেওয়ার পর কোচ হতে চান তিনি।
শুক্রবার ওভালের মাঠে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট। এই সিরিজে চোটের জন্য খেলছেন না স্টোকস, তাঁর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন অলি পোপ (Ollie Pope)। তবে না খেললেও দলের সঙ্গেই আছেন তিনি। ওভাল টেস্টের (Oval Test) আগে স্টোকস বললেন, “খেলা ছেড়ে দিচ্ছি সেই দিনটার কথা ভাবতেই পারি না। আমি ক্রিকেটের সঙ্গে শুধু যুক্তই থাকব না। হয়তো কোচ হওয়ার রাস্তায় যাব। আমার মনে হয় খেলাটার প্রতি আমার ভালোবাসা এতটাই। আমার খেলা যখন শেষ হবে আমি চেষ্টা করব অন্যদের কেরিয়ার গড়ে তোলার।”
আরও পড়ুন: প্রকাশিত হল ব্যালন ডো’র মনোনয়ন, ফেভারিট কারা?
৫০ ওভারের ফর্ম্যাট ছেড়ে দিয়েছেন স্টোকস। এদিকে আগামী বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। সেই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ইংলিশ অলরাউন্ডার বলেন, “এই ধরনের টুর্নামেন্টে খেলার সুযোগ ফিরিয়ে দেওয়া কঠিন। আমি যদি আর সাদা বলের ম্যাচ নাও খেলি, তাতেও যতটা খেলেছি, যা অর্জন করেছি তাতে খুশি। আমি জানি না পরিকল্পনা কী, আমাকে ভাবা হচ্ছে কি না। আমি নিশ্চিত, আমাকে দলে নেওয়া নিয়ে একটা আলোচনা হবেই। তবে শেষ পর্যন্ত যাই হোক, আমি খুশি।”
দেখুন অন্য খবর: