কলকাতা: আর একটা আফগানিস্তান হয়ে যাবে না বাংলাদেশ, ভারতকে স্পষ্ট বার্তা দিলেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর আরও দাবি, শেখ হাসিনার অভাবে দেশে সাম্প্রদায়িক অশান্তি, সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়বে, ভারতেএ এই ধরনের চিন্তাধারা বাতিল করে দ্বি-পাক্ষিক সম্পর্কে জোর দেওয়া উচিত।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক স্থিরতা এখনও সম্পূর্ণ আসেনি। তার মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়ি, কর্মস্থলে হামলা চলে। শারীরিক নিগ্রহের ঘটনাও কম নয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি। তা নিয়েই কড়া বার্তা দিলেন ইউনুস। তাঁর মতে, সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ যতটা সাম্প্রদায়িক তার থেকে বেশি রাজনৈতিক।
আরও পড়ুন: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে ধাওয়া জনতার
নোবেলজয়ী বলেন, এইসব আক্রমণ রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়। ভারত এ নিয়ে ব্যাপকভাবে কুতসা রটাচ্ছে। আমরা বলিনি যে আমরা কিছু করতে পারব না। আমরা বলেছি সবকিছু করছি।
ভারতের অবস্থান নিয়ে অসন্তুষ্ট ইউনুস আরও বলেন, ভারতের দৃষ্টিভঙ্গি হল এদেশে সবাই ইসলামপন্থী, বিএনপি ইসলামপন্থী, বাকি সবাই তাই ফলে এই দেশ আর একটি আফগানিস্তান হয়ে যাবে। ভারতের ধারণা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ। ভারত এই ধারণার বশবর্তী হয়ে রয়েছে। এই ধারণা থেকে তাদের বেরিয়ে আসা দরকার। অন্যান্য কয়েকটা দেশের মতোই বাংলাদেশ স্রেফ একটা প্রতিবেশী দেশ।