ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের দুটি অলিম্পিক্সের পদক বিজয়িনী পি ভি সিন্ধু। শুরুতে পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরে তিনি দক্ষিণ কোরিয়ার সিম উজিনকে হারিয়ে দেন।
শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় বাছাই – প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুকে অনেকটাই ঘাম ঝরিয়ে জিততে হয়েছে।৬৬ মিনিটের লড়াইয়ে সিন্ধু শেষদিকে ছন্দ ফিরে পাওয়ায়, সফল হন।
আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট,বিরাটদের সিরিজের আগে চিন্তায় বোর্ড
ম্যাচে প্রথম গেমটি সিন্ধুকে হারতে দেখা যায় ১৪-২১ পয়েন্টে। দ্বিতীয় গেমে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান সিন্ধু। ২১-১৯ পয়েন্টে জিতে ম্যাচে ১-১ গেমে সমতা আনেন। এই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে উজিনকে আর ম্যাচে ফেরার সুযোগই দেননি সিন্ধু। শেষ গেমটি জিতে নেন ২১-১৪ পয়েন্টে। জাপান আর তাইল্যান্ডের দুই প্লেয়ারের মধ্যে যিনি জিতবেন, তিনি সিন্ধুর বিপক্ষে খেলতে নামবেন শেষ চারের লড়াইয়ে। এই টুর্নামেন্টটির পুরস্কার মূল্য সাড়ে ৮ লাখ মার্কিন ডলার।
SINHU REACHES SEMIS!
The Indian fights back from a game down 14-21, 21-19, 21-14, 21-14.
Great effort from Sindhu. pic.twitter.com/JkKX4KUuqo
— The Field (@thefield_in) November 26, 2021
অভিজ্ঞতা দিয়ে সিন্ধু ম্যাচটি জিতে নিয়েছেন। শেষ সেটে ক্রমাগত র্যানলি চালিয়ে ধৈর্য্য পরীক্ষা নিতে থাকেন উজিনের।দ্বিতীয় গেমে ১৪-৮ পয়েন্টে এগিয়ে যান সিন্ধু। শেষ গেমেও তাই কাজে লাগে। সিন্ধু ১১-৪ পয়েন্টে এগিয়ে থাকার পর, ১১-১১ হয়ে যায়। কিন্তু অভিজ্ঞতা দিয়ে শেষ কাজটি সেরে নেন সিন্ধু।
শেষ চারে সাত্যিক-চিরাগ:
পুরুষদের সেমিফাইনালে পৌঁছে গেছেন-ভারতীয় জুটি সাত্যিক-চিরাগ। টুর্নামেন্টে তাঁরা ষষ্ঠ বাছাই। কোয়ার্টার ফাইনালটি জিতলেন, ২১-১৯, ২১-১৯ পয়েন্টে স্ট্রেট গেমে। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ শীর্ষ বাছাই মার্কাস-কেভিন জুটি। শনিবার এই লড়াই কারা জেতেন তাই দেখার।
ছবি:সৌ-টুইটার