কলকাতা: সোমবার প্রবল জনরোষের মধ্যেই দেশ ছেড়েছেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তার আগেই পদত্যাগ করতে হয়েছিল তাঁকে। এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন তিনি। পাকাপাকিভাবে কোথায় আশ্রয় নিতে হয় তাঁকে তা নিয়ে চলছে জল্পনা।
বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। তবে তাঁর আগে পরে আওয়ামি লিগের (Awami League) একাধিক নেতা দেশত্যাগ করেছেন। পালিয়েছেন ছাত্রলিগের (Chhatra League) বেশকিছু নেতাও।
হাসিনার বাংলাদেশ ছাড়ার একদিন আগেই পালিয়েছিলেন আওয়ামি লিগের সভাপতি ওবাইদুল কাদের (Obaidul Quader)। প্রথমে মনে করা হচ্ছিল, সিঙ্গাপুরে গিয়েছেন তিনি, আর এক সূত্রে জল্পনা, নয়াদিল্লিতে আছেন কাদের।
আরও পড়ুন: হিন্ডন এয়ারবেস ছাড়ল বিমান, কোথায় যাচ্ছেন হাসিনা?
ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস, বাংলাদেশ বিমানের ফ্লাইট ধরে বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়েছেন। নামপ্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বিমানের এক আধিকারিক জানিয়েছেন, সিঙ্গাপুর গিয়েছেন তাপস। বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সলমন এফ রহমান রবিবার দেশ ছেড়েছেন। তবে তিনি কোন দেশে গিয়েছেন তা নিশ্চিত নয়।
আইনমন্ত্রী আনিসুর হকও (Anisul Haque) কোথায় গিয়েছেন তা নিশ্চিত নয়। এদিকে ছাত্রলিগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ এনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিগের শাখা সভাপতি মাঝহারুল কবির সায়ন, সাধারণ সম্পাদক তানভির হোসেন সহ আরও কিছু ছাত্রলিগের নেতা সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন।
দেখুন অন্য খবর: