স্থানীয় সূত্রে খবর, নিউ হাসিমারার বাসিন্দা আশিস আগারওয়ালের পাঁচ বছরের শিশু ই-রিক্সা করে স্কুলে যাচ্ছিল। সে সময় ই-রিক্সার এলাকার অন্য স্কুল পড়ুয়ারাও ছিল। চালকের দাবি, পুরনো হাসিমারা ও নিউ হাসিমারার মাঝে এক নির্জন স্থানে আচমকা দুই ব্যক্তি বাইকে করে এসে একটি শিশুকে তাঁকে দিয়ে দিতে বলে। চালক তা বারণ করলে তাঁকে বন্দুক দেখিয়ে এবং তাঁর চোখে স্প্রে করে আশিস আগারওয়ালের শিশুকে অপহরণ করে। এরপরই চালক তড়িঘড়ি কোনওমতে শিশুর অভিভাবককে ফোনে বিষয়টি জানায়। খবর পায় হাসিমারা ফাঁড়ির পুলিশও। তদন্তে নেমে পুরো এলাকা নাক চেকিং লাগায় পুলিশ। এরপর অভিযুক্তর বাইকটিকে ধাওয়া করে মধু চা বাগান সংলগ্ন এলাকায় শিশুকে উদ্ধার করে পুলিশ ও এক অভিযুক্তকে গ্রেফতার করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন: দমদমের গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকেলর ২০টি ইঞ্জিন
পাশাপাশি, এই ঘটনায় আরও দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, এ ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাসিন্দারা ভিড় জমান হাসিমারা পুলিশ ফাঁড়িতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম বাবলু জয়সোয়াল। যে শিশুটিকে অপহরণের চেষ্টা করা হয়েছিল, তাদেরই প্রতিবেশী অভিযুক্ত ব্যক্তি।
তবে কী কারণে সে এরকম করল, সে বিষয়ে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, শিশুর পরিবারকে ব্ল্যাকমেইল করে তাঁর থেকে কিছু টাকা নেওয়াই অভিযুক্তর লক্ষ্য ছিল। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি সে জামিনে ছাড়া পেয়েছিল।
দেখুন আরও অন্যান্য খবর: