কলকাতা: ‘সেনা’ দেশে (দক্ষিণ আফ্রিক, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) টেস্ট ম্যাচ খেলা হলে ভারত বেশিরভাগ সময়েই রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) থেকে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) উপর বেশি ভরসা করেছে। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অশ্বিনকে খেলানো হয়নি, যা নিয়ে সুনীল গাভাসকর (Sunil Gavaskar) সহ বহু প্রাক্তন উষ্মা প্রকাশ করেছিলেন। শোনা যাচ্ছে, পার্থে প্রথম টেস্টে জাদেজা নন, একমাত্র স্পিনার হিসেবে অশ্বিনই খেলবেন।
পার্থের অপটাস স্টেডিয়ামের (Perth Optus Stadium) পিচ সবুজ ঘাসে আবৃত থাকবে বলেই আশা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে অস্ট্রেলিয়ার ২০টি উইকেট ফেলতে প্রধান ভরসা পেসাররাই। তবে ম্যাচের শেষ দিকে কার্যকর হবেন স্পিনাররা। কিন্তু অশ্বিনই কেন, কেন বরাবরের প্রথম পছন্দ জাদেজা নন?
আরও পড়ুন: ভোট দিলেন শচীন, সবাইকে ভোট দিতে আর্জি জানালেন
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় শিবির তিন পেসার এবং একজন পেসার অলরাউন্ডার এবং একজন স্পিনার খেলাতে চাইছে। পেসার হিসেবে থাকবেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ। অলরাউন্ডার হিসেবে অভিষেক ঘটতে পারে নীতীশ কুমার রেড্ডির। সঙ্গে থাকবেন অফস্পিনার অশ্বিন।
অস্ট্রেলিয়া এখনও প্রথম একাদশ ঘোষণা করেনি, তবে এটুকু নিশ্চিত একাদশে থাকবেন তিন বাঁ-হাতি ব্যাটার। তাঁরা হলেন উসমান খোয়াজা, ট্রাভিস হেড এবং অ্যালেক্স ক্যারি। এই তিনজনকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাতেই অফস্পিনার খেলানোর কথা ভাবছে ভারত। বাঁ-হাতি ব্যাটারদের বরাবর বিপদে ফেলেছেন অশ্বিন। সে কারণেই হয়তো তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
দেখুন অন্য খবর: