কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন বুধবার সকাল সকাল। বৃহস্পতিবার চেন্নাইয়ে নিজের বাড়ি ফিরে এলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বাড়ি ঢোকার মুখে পেলেন বীরের সম্মান। ঢাক, ঢোল, ফুলের মালা দিয়ে বীরের মতো বরণ করে নেওয়া হল তাঁকে। অশ্বিনকে আলিঙ্গন করলেন তাঁর পিতা, গালে দিলেন স্নেহের চুম্বন।
দেশে ফিরে, নিজের শহরে ফিরে সাংবাদিকদের অশ্বিন বললেন, “অনেক মানুষ এতে আবেগতাড়িত হয়ে পড়বেন, তার পর হয়তো সয়ে যাবে। কিন্তু আমার জন্য এটা অব্যাহতি এবং সন্তুষ্টির দারুণ অনুভূতি।” প্রাক্তন ভারতীয় অফস্পিনার বলেন, “আমি সিএসকে-র (CSK) হয়ে খেলব এবং অবাক হবেন না যদি আমি দীর্ঘদিন খেলতে চাই। আমার মনে হয় না ক্রিকেটার অশ্বিন ফুরিয়ে গিয়েছে, হয়তো ভারতীয় ক্রিকেটার কেরিয়ারে ইতি টেনেছে।”
আরও পড়ুন: কারাবাও কাপ সেমিফাইনালে আর্সেনাল, লিভারপুল, নিউকাসল
#WATCH | Tamil Nadu: People extend a warm welcome to cricketer Ravichandran Ashwin as he arrives at his residence in Chennai, a day after announcing his retirement from International Cricket. pic.twitter.com/rUt5BFX3rA
— ANI (@ANI) December 19, 2024
প্রসঙ্গত, বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) মাঝপথে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না তাঁকে, কারণ একইসঙ্গে তিন ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন তিনি। ৩৮ বছরের অশ্বিন জানান, এখনও তাঁর মধ্যে ‘পাঞ্চ’ আছে, কিন্তু তা ক্লাব ক্রিকেটের জন্য বাঁচিয়ে রাখছেন।
বুধবার সকালে ব্রিসবেন টেস্ট (Brisbane Test) ড্র হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন অশ্বিন। তখনও বোঝা যায়নি, এত বড় সিদ্ধান্তের কথা জানাবেন। অফস্পিনার বলেন, “আমি বেশি সময় নেব না, আজ ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার শেষ দিন… আমার মধ্যে এখনও কিছুটা পাঞ্চ বাকি আছে, তবে তা আমি ক্লাব ক্রিকেটে দেখাতে চাই।”
দেখুন অন্য খবর: