কলকাতা: সোমবার সকালেই ফোঁস করে বিতর্কে জড়িয়েছিলেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার। এবার সেই নেতাকেই দল থেকে সাসপেন্ড করল ঘাসফুল শিবির। এদিন এই সিদ্ধান্তের কথা জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাশাপাশি তাঁর বক্তব্য, তৃণমূল এ ধরনের মন্তব্যের নিন্দা করছে।
এদিন কুণাল বলেন, নেতা প্রতিবাদী মা-বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।
প্রসঙ্গত, এদিন অশোকনগরের তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কু-কথা শোনা যায়। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে বিকৃত ছবি করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়ার হুমকি অতীশ। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
আরও পড়ুন: মা-বোনেদের ছবি বিকৃত করার হুমকি তৃণমূল নেতার
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ফোঁস করার নিদান দিয়েছিলেন। কিন্তু কাকতালীয়ভাবে তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নীচু তলার তৃণমূল কর্মী তথা নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। এবার সেই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। আরজি কর কাণ্ডের দোষীদের ফাঁসি দাবিতে চলছিল প্রতিবাদ সভা। সেখানেই বক্তব্য রাখতে ওই তৃণমূল নেতা বলেন, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে আপনার বাড়ির মা-বোনের বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব। তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
দেখুন আরও অন্যান্য খবর: