নয়াদিল্লি: নমুনা সই সংগ্রহে আদালতের নির্দেশের জন্য কাউকে গ্রেফতার করা নিষ্প্রয়োজন জানিয়ে দিল দিল্লি হাইকোর্টের (Delhi High Court)।
সিআরপিসি’র (CRPC) ৩১১-ক ধারা অনুযায়ী আদালতের এমন নির্দেশ নির্দেশমূলক, বাধ্যতামূলক নয়, অভিমত আদালতের।
এই ধারার কার্যকারিতা নিয়ে বিভ্রান্তি কাটাতে আদালত জানিয়েছে, কোনও ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য (Bailable against no person) অভিযোগ থাকলেও সেই ব্যক্তিকে গ্রেফতার করা বাধ্যতামূলক নয়। তদন্তকারী অফিসার বা তাঁর উচ্চপদস্থ কর্তার বিবেচনা অনুযায়ী সেই অভিযুক্তকে গ্রেফতার করা যেতে পারে।
আরও পড়ুন-‘অন্য দলগুলি আমাদের দেখে কাজ শিখছে, আমি খুশি’, মন্তব্য কেজরিওয়ালের
কিন্তু ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসরণে সেই ব্যক্তি যদি নমুনা স্বাক্ষর দেওয়ার জন্য নিজেই আদালতে হাজিরা দেন, সে ক্ষেত্রে তাঁকে গ্রেফতার করার প্রয়োজন নেই। অভিমত আদালতের।
এই বিভ্রান্তি কাটানোর স্বার্থেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৪৯ ধারাতে সেই কারণেই পরিষ্কার বলা হয়েছে যে, এমন প্রয়োজনে গ্রেফতার নিষ্প্রয়োজন, জানিয়েছে আদালত।
দেখুন অন্য খবর-