মায়ামি: ইতিহাস রচনা করল আর্জেন্টিনা (Argentina)। ভারতীয় সময় সোমবার সকালে কলম্বিয়াকে ১-০ হারিয়ে কোপা আমেরিকা (Copa America) জিতলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। এই জয়ের পর উরুগুয়েকে পিছনে ফেলে তাঁরাই কোপার ইতিহাসে সফলতম দল। এদিনের হয়ের নায়ক লাতারো মার্তিনেজ (Lautaro Martinez)। অতিরিক্ত সময়ে পরিবর্ত হিসেবে নেমে ১১২ মিনিটে জয়সূচক গোল করেন ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন স্পেন, টানা দু’বার স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের
কলম্বিয়া (Colombia) যে আর্জেন্টিনাকে বেগ দেবে তা প্রত্যাশিত ছিলই। শারীরিক শক্তিতে কোনও অংশে কম নয় তারা। ম্যাচের প্রথম থেকে সেই শক্তির ব্যবহার করেন লুইস দিয়াজরা (Luis Diaz)। কিন্তু স্বয়ং মেসি তাতে মাঠ ছেড়ে বেরিয়ে যাবেন তা কেউ ভাবেনি। সান্তিয়াগো আরিয়াসের কড়া ট্যাকলে বড় চোট পান তিনি। মাঠের বাইরে শুশ্রুষা নিয়ে ফিরে এলেও বেশিক্ষণ টানতে পারেননি। চোখের জলে মাঠ ছাড়েন তিনি। কিছুক্ষণ পর দেখা যায়, তাঁর ডান পায়ের গোড়ালি ফুলে ঢোল হয়ে গিয়েছে।
ARGENTINA TAKES THE LEAD IN THE 112TH MINUTE ???
Lautaro Martínez does it again ? pic.twitter.com/i2p4e5Li8U
— FOX Soccer (@FOXSoccer) July 15, 2024
কলম্বিয়া এবং আর্জেন্টিনার বড় পার্থক্য হল, আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চ অত্যন্ত শক্তিশালী। অতিরিক্ত সময়ে একের পর এক পরিবর্তন হল, তাঁরা সবাই নামী খেলোয়াড়। অতীতে সুযোগ পেলেই সদ্ব্যবহার করেছেন লাতারো মার্তিনেজ। আজও গোল করে আর্জেন্টিনাকে জেতালেন। আরও একটি আন্তর্জাতিক কাপ তুললেন লিওনেল মেসি।