কলকাতা: বলা হয়, ক্রিকেট ভদ্রলোকের খেলা। মাঠে যা-ই ঘটে যাক, শিষ্টাচার বজায় রাখতে হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের (West Indies) পেস বোলার আলজারি জোসেফ (Alzarri Joseph) মাথা ঠান্ডা রাখতে পারলেন না। অধিনায়কের সঙ্গে তর্কাতর্কি করে মাঠ ছাড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা আগে হয়েছে কি না সন্দেহ।
বার্বাডোজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ওডিআই ম্যাচ চলছিল ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ ওভারে বল করছিলেন জোসেফ। ১৪৮ কিমি গতির ভয়ঙ্কর বাউন্সারে জর্ডান কক্সকে আউট করেন তিনি। গোটা টিম সেলিব্রেশন করলেও জোসেফ তাতে যোগ দেননি, তিনি অধিনায়ক শেই হোপের (Shay Hope) সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে তর্ক চালিয়ে যাচ্ছিলেন। ওভারের বাকি দুটি বল মুখ বুজে করলেও ওভার শেষ হতেই সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান জোসেফ।
আরও পড়ুন: অপ্রতিরোধ্য বার্সেলোনা, ইন্টারের কাছে হারল আর্সেনাল
Gets angry! 😡
Bowls a wicket maiden 👊
Leaves 🤯An eventful start to the game for Alzarri Joseph! 😬#WIvENGonFanCode pic.twitter.com/2OXbk0VxWt
— FanCode (@FanCode) November 6, 2024
আচমকাই মাঠে ১০ জন হয়ে যায় ক্যারিবিয়ানরা। জোসেফ প্রথমে ড্রেসিং রুমে চলে যান, সেখান থেকে কিছুক্ষণ পরে ডাগ আউটে আসেন। ডাগ আউটে কোচ ড্যারেন স্যামির (Darren Sammy) সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। ষষ্ঠ ওভারের শুরুতে মাঠে ফিরলেও সঙ্গে সঙ্গে বল পাননি জোসেফ। তাঁকে অপেক্ষা করতে হয় ১২ ওভার পর্যন্ত।
শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৫ রান দিয়ে দুই উইকেট নেন ক্যারিবিয়ান পেসার। ইংল্যান্ড আট উইকেট হারিয়ে ২৬৩ রান করে। ওয়েস্ট ইন্ডিজ মাত্র দুই উইকেট হারিয়ে এই রান তুলে ম্যাচ এবং সিরিজ জিতে যায়। ব্র্যান্ডন কিং এবং কিসি কার্টি সেঞ্চুরি করেন। দ্বিতীয় উইকেটে তাঁদের ২০৯ রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে ম্যাচ থেকে বের করে দেয়।