বারুইপুর: এক স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠল ঝড়খালি পঞ্চায়েতের উপপ্রধান সহ তাঁর দলবলের বিরুদ্ধে। স্কুলের জমি দখলকে কেন্দ্র করে এই হামলা বলে দাবি ওই সেচ্ছাসেবী সংগঠনের। ঘটনাটি ঘটেছে ঝড়খালি উপকুল থানার পার্বতীপুরে।
অভিযোগ, ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার সহ মহিলা সদস্যদের শ্লীলতাহানি করে বেধড়ক মারধর করা হয়। তখন সবাই স্কুলে ঘুমোচ্ছিলেন। সেই সময় উপপ্রধান দিলীপ মণ্ডলের নেতৃত্বে দলবল চড়াও হয়। স্কুলের আসবাবপত্র ভাঙচুর, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকী ভিডিও থেকে ছবি ডিলিট করে দেওয়া হয়েছে। বৃদ্ধ মহিলারাও মারধরের হাত থেকে রক্ষা পাননি। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অমৃতা বোস গুপ্ত সহ দুই মহিলা সদস্য কোনওক্রমে ওই জায়গা থেকে পালিয়ে এসে রাতে বারুইপুর পুলিশ সুপারের অফিসে উপ প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের অফিসে এসে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন: পুর প্রধানের পদত্যাগের দাবিতে পথে তৃণমূলের কাউন্সিলর সহ নেতৃত্বরা
ওই সংস্থার কর্ণধার বলেন, ২০২৩ সাল থেকে আমাদের স্কুল চলছে। সুন্দরবনের ছেলে মেয়েদের পড়াশোনা হয়। স্থানীয় পঞ্চায়েত আমাদের স্কুলের জন্য জমি দিয়েছিল। পরে মুখ্যমন্ত্রীর ভূমি সংস্কার দফতর থেকে স্কুলের জন্য অন্য সরকারি জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই অবস্থায় স্কুলের জমি দখল নিতে এদিন আমাদের উপর হামলা চালানো হয়। জমির কাগজ ছিঁড়ে দেওয়া হয়। আমরা আতঙ্কিত। আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের শাস্তির দাবি করছি ও স্কুলের পুনরুদ্ধার করতে চাইছি।
দেখুন আরও অন্যান্য খবর: