প্যারিস: ব্যাডমিন্টনে লক্ষ্য সেনের (Lakshya Sen) অসাধারণ জয় দিয়ে শেষ হয়েছে শুক্রবারে ভারতের অলিম্পিক্স (Paris Olympics 2024) অভিযান। সেমিফাইনালে উঠেছেন ২২ বছরের শাটলার, আর এক ম্যাচ জিতলে সোনা কিংবা রুপো নিশ্চিত। হারলেও ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে। তবে শনিবার সবার নজর থাকবে একজনের উপর, তিনি মনু ভাকের (Manu Bhaker)।
ইতিমধ্যেই জোড়া পদক জিতেছেন হরিয়ানার মেয়ে। স্বাধীন ভারতে কোনও ভারতীয়র এই কীর্তি নেই। তবে ১৯০০ সালের অলিম্পিক্সে জোড়া রুপো জিতেছিলেন ব্রিটিশ ভারতের নরম্যান প্রিচার্ড। মনুর সামনে সেই রেকর্ড ভেঙে এগিয়ে যাওয়ার হাতছানি রয়েছে। আজ ভারতীয় সময় দুপুর ১.৩০টায় শুরু ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনাল। নিজের সবথেকে পছন্দের ইভেন্টে মনুর থেকে পদক আশা করাই যায়।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচ টাই
Take a look at India’s schedule for Day 8️⃣ at the #ParisOlympics2024⬇️#TeamIndia is ready for another action-packed day in Paris?
Here’s the rundown of all the events happening tomorrow! Get ready to cheer for your favourite athletes?
Let’s #Cheer4Bharat??@WeAreTeamIndia pic.twitter.com/ksg64bn1o2
— SAI Media (@Media_SAI) August 2, 2024
আজ ছেলেদের ৭১ কেজির বক্সিং ইভেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছেন নিশান্ত দেব (Nishant Dev)। জিততে পারলে পদকের আরও কাছে পৌঁছে যাবেন তিনি। পদক জিতে দিন শেষ করার সুযোগ রয়েছে অনন্তজিৎ সিং নারুকা, মহেশ্বরী চৌহান এবং রেইজা ধিলনেরও। শুটিংয়ের স্কিট ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই তিনজন।
ছেলেদের ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে গলফের তৃতীয় রাউন্ডে খেলবেন শুভঙ্কর শর্মা এবং গগনজিৎ ভুল্লার। তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্টে খেলতে নামবেন ভজন কৌর এবং দীপিকা কুমারী। তিরন্দাজদের থেকে পদকের শেষ আশা এই দুজনই। সেইলিংয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন নেত্র কুমারন এবং বিষ্ণু সারাভানন।
দেখুন অন্য খবর: