কলকাতা:আরজি করের (RG Kar Incident) বিচার চেয়ে প্রতিবাদে যোগ দিতে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণার মতো অস্বস্তিতে পড়েছে হল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। যাদবপুরে প্রতিবাদ জানাতে এসে গো-ব্যাক স্লোগানের মুখে পড়তে হল মিমিকে। বুধবার সন্ধ্যায় যাদবপুরেও প্রতিবাদে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। গান, পথ নাটক, মোমবাতি থেকে মোবাইলের আলো জ্বালিয়েও প্রতিবাদের সুর চড়ান সকলে। সেই প্রতিবাদে যোগ দিতে এসেছিলেন যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। যাদবপুর ৮ বিতে পৌঁছে তিনি মোবাইল ফ্ল্যাশলাইটের আলো জ্বেলে প্রতিবাদ করেন। মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। কিন্তু যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে যান তিনি। আন্দোলনে যোগ দিতে এসে গো-ব্যাক স্লোগানের মুখে পড়তে হল প্রাক্তন সাংসদকে। তবে প্রাক্তন সাংসদের উপস্থিতি ভালভাবে নেননি আন্দোলনকারীরা। মিমিকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। ফিরে যান মিমি।
অন্য খবর দেখুন