লখনও: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর সংঘাত ক্রমশ চরমে উঠছে। কয়েকদিন আগেই দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক করেছেন কেশবপ্রসাদ। আলাদা ভাবে নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরিও। দিল্লিতে ওই দুই বৈঠকের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সংঘাত নিয়ে।
এসবের মাঝেই এক বিজেপি বিধায়ক যোগদান করেছেন সমাজবাদী পার্টিতে। বিজেপি ছাড়েন বড় নেতা বিজয় বাহাদুর যাদব। এরপরই এক্স হ্যান্ডেলে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের ইঙ্গিতপূর্ণ পোস্ট, ১০০ লাও, সরকার বানাও।
পাশাপাশি কাঁওয়ার যাত্রার পথের ধারে দোকানদারদের নামধাম লেখার নির্দেশ দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে যোগী সরকার। বিরোধীরা তো বটেই, এতে প্রশ্ন তুলেছে এনডিএতে বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারের জেডিইউ। তাতে অস্বস্তিতে পড়েছে বিজেপি।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ সরকারের নতুন একটি আদেশে নিন্দার ঝড়
স্থানীয় সূত্রের খবর, মুজফফরনগর পুলিশের নির্দেশ, ওই যাত্রার পথের দুধারে যে সমস্ত খাবারের দোকান রয়েছে, তারা মালিক ও কর্মচারীদের নাম, ঠিকানা প্রকাশ করতে হবে। তা দোকানের সামনে ঝুলিয়ে দিতে হবে। পুণ্যার্থীদের যাতে হোটেল, ধাবা বা খাবারের দোকান নিয়ে কোনও সন্দেহ না থাকে, তার জন্যই এই নির্দেশ। রাস্তার ধারের অস্তায়ী স্টলগুলিকেও এই নির্দেশ মানতে হবে বলে পুলিশ জানিয়ে দিয়েছে। এমনিতেই লোকসভা ভোটের ফল নিয়ে উত্তরপ্রদেশে বিজেপির মধ্যে গোলমাল চলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। তার মধ্যে আবার কাঁওয়ার যাত্রা নিয়ে জেডিইউয়ের আপত্তিতে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।
এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, যোগী আদিত্যনাথের জন্যই কি এনডিএ-তে ভাঙন ধরছে? নাকি যোগীর জন্যই উত্তরপ্রদেশে ব্যাকফুটে যাচ্ছে বিজেপি? এইসব নিয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা শুরু হয়েছে। এমনকী যোগী মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিনা, সে নিয়েও শুরু হয়েছে চর্চা।
দেখুন আরও অন্যান্য খবর: