আসানসোল: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল পরিত্যক্ত আবাসন। জেসিবি দিয়ে উদ্ধারকার্য চালানোর পর উদ্ধার দুটি দেহ।
শনিবার সকাল থেকেই রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে সাহেববাঁধ এলাকায় একটি পরিত্যক্ত আবাসান আচমকাই ভেঙে পড়। আশঙ্কা ছিল ওই আবাসনে থাকতে পারে কোনও মানুষজন। সেই আশঙ্কাই সত্যি হল। এদিন জেসিবি নামিয়ে শুরু হয় ধ্বংসস্তুপ সরানোর কাজ। ধ্বংসস্তুপ সরাতেই উদ্ধার হল দুটি দেহ। যদিও মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা মমতার
জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তার মধ্যে পড়েছে মাইনিং এই পরিত্যক্ত আবাসনটি। যেটি এখন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আওতায়। স্থানীয়দের একাংশের দাবি, পরিত্যক্ত আবাসনে লোহার রড চুরি করানোর জন্য স্থানীয় কয়েকজন যুবক ঢুকে পড়েছিল। তখনই ঢালাইটি উপর থেকে পড়ে যায়। উদ্ধারকাজ এখনও চলছে। আরও কেউ ভেতরে থাকতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।