মনা বীরবংশী, বীরভূম: রাত পোহালেই দোল পূর্ণিমা (Dol Purnima)। সকলের নজর থাকে রবি ঠাকুরের শান্তিনিকেতনের (Santiniketan) দিকে। কিন্তু এ বছর দোল পূর্ণিমার আগেই রংহীন বসন্ত উৎসব পালন করেছে বিশ্বভারতী (Visva Bharati)
দোলের দিন অন্যতম পর্যটনকেন্দ্র সোনাঝুরি (Sonajhuri) অঞ্চলে উৎসব অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে বনদফতর। যাবে না ছবি তোলা, হবে না আবির খেলা।
স্বাভাবিকভাবেই রবি ঠাকুরের শান্তিনিকেতন দোল পূর্ণিমার দিন রংহীন হয়ে থাকবে ?
আরও পড়ুন: দোলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? কী বলছে আবহাওয়া দফতর!
এটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের। তবে শান্তিনিকেতনে ইতিমধ্যেই সমস্ত সরকারি এবং বেসরকারি হোটেল লজ সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। শেষ মুহূর্তে কেউ আসার ইচ্ছে প্রকাশ করলেও হোটেল পাচ্ছেন না।
স্বাভাবিকভাবেই দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা হোটেলেই নিজেদের মতো করে রঙের উৎসবে মাতবেন শান্তিনিকেতনে। পাশাপাশি শহরের স্থানীয় বাসিন্দারাও নিজ নিজ পাড়ায় রঙের উৎসবে অংশগ্রহণ করবেন।
দেখুন অন্য খবর: