বীরভূম: অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই কি পট পরিবর্তন হতে চলেছে? বুধবার জেলার কার্যালয় থেকে সরানো হয়েছে কোর কমিটিক পাঁচ সদস্যদের হোর্ডিং। অনুব্রতর জেলযাত্রার পরই এই কোর কমিটি গড়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের গড়ে ফিরতেই কোর কমিটির হোর্ডিং সরানোকে ঘিরে শুরু হয়েছে চর্চা।
যদিও শাসকদলের অন্দরের খবর, জেলা তৃণমূল কোর কমিটির অস্তিত্ব আপাতত বজায় থাকছে। কেষ্টর উপস্থিতিতে তৃণমূলের ছয় সদস্যের কোর কমিটি বীরভূমে তৃণমূল দল চালাবে। অনুব্রত জেলা সভাপতি থাকাকালীন দল পরিচালনা করার ক্ষেত্রে তাঁর কী ভূমিকা থাকবে, তা পুজোর পর জানানো হবে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে জলপাইগুড়ির চিকিৎসককে তলব সিবিআইয়ের
এখন তৃণমূলের ছয় সদস্যের ওই কোর কমিটিতে রয়েছেন সভাধিপতি কাজল শেখ সহ চার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিনহা এবং সুদীপ্ত ঘোষ। সূত্রের খবর, অনুব্রত জেল যাওয়ার পর কাজল শেখ ছাড়া কোর কমিটির বাকি কোনও সদস্য তাঁর খোঁজ নেননি। এমনকী মমতার নির্দেশের পরেও কেষ্টর মেয়ে সুকন্যারও খোঁজ নেননি কেউই। স্বাভাবিকভাবে অনুব্রত ফিরতেই সেই ক্ষোভ আরও জড়াল হয়েছে। তার কারণ, মঙ্গলবার কেষ্টর নিচুপট্টির বাড়িতে তাঁর সঙ্গে দেখা না করেই ফিরতে হয়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশরায় চৌধুরীকে।
দেখুন আরও অন্যান্য খবর: