কলকাতা: ২০২৫ সালের আইপিএলের মেগা (IPL 2025) নিলাম অনুষ্ঠিত হবে ২৪ এবং ২৫ নভেম্বর। দু’দিন ধরে দেশ-বিদেশের ক্রিকেট তারকার মূল্য এবং ভাগ্য নির্ধারণ হবে। এবার ভারত নয়, নিলাম অনুষ্ঠান হবে সৌদি আরবের (Saudi Arabia) বন্দর শহর জেদ্দায় (Jeddah)। বিসিসিআই (BCCI) জানিয়েছে, নিলামে নথিভুক্ত করা হয়েছে ১৫৭৪ জন খেলোয়াড়ের নাম। এদের মধ্যে ক্যাপড ৩২০ জন, আনক্যাপড ১২২৪ জন এবং আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশের ৩০ জন ক্রিকেটার। এতজন ক্রিকেটারের মধ্যে অবাক করা কিছু নাম দেখা গেল। এই প্রতিবেদনে রইল এমন পাঁচজনের নাম।
জেমস অ্যান্ডারসন: টি২০ তো বটেই, যে কোনও ধরনের সাদা বলের ক্রিকেট থেকে বহু বছর বহু দূরে রয়েছেন কিংবদন্তি সুইং বোলার। তবু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আইপিএলে তাঁকে দলে নেওয়ার ঝুঁকি কোনও দল নেয় কি না সেটাই দেখার।
স্টিভ স্মিথ: বেশ কিছুদিন যাবত এই এই ফর্ম্যাটে ব্রাত্য, এমনকী এ বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ঠাঁই হয়নি তাঁর। এবারের আইপিএলে তাঁকে দেখা গিয়েছিল ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবে।
আরও পড়ুন: আইসিসির সেরা ২০ থেকে ছিটকে গেলেন রোহিত-বিরাট
নাথান লায়ন: টি২০ ফর্ম্যাটে রেকর্ড খুব একটা খারাপ নয়। তবে টেস্ট কেরিয়ারকেই বেছে নিয়েছিলেন অজি অফস্পিনার। লাল বলের ক্রিকেটে এই সময়ের অন্যতম সেরা তিনি। আচমকাই আইপিএলের রেজিস্ট্রেশনে তাঁর নাম চলে এল।
কেন উইলিয়ামসন: এককালে আইপিএলে অধিনায়কত্ব করেছেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে এই ফর্ম্যাট থেকে দূরে সরে গিয়েছেন উইলিয়ামসন। কিন্তু নতুন করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা দেখিয়েছেন তিনি। কিন্তু আইপিএলে কি দল পাবেন?
থমাস দ্রাকা: অ্যাসোসিয়েট দেশের ৩০ জন খেলোয়াড়ের একজন এই দ্রাকা। ইতালির কোনও ক্রিকেটার আইপিএলে খেলছেন এমন কথা ভাবাই যায় না। কিন্তু দ্রাকাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল লিগ টি২০ প্রতিযোগিতায় এমআই এমিরেটস দলে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স গ্রুপ।
দেখুন অন্য খবর: