নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) ধমকে খেতের আগাছা (Weed) পোড়ানোর জরিমানা (Fine) দ্বিগুণ হয়ে ত্রিশ হাজার। কেন্দ্রীয় সরকার আগাছা পোড়ানোর জরিমানা সংক্রান্ত ২০২৩ সালের আইনে সংশোধন এনেছে। গত ৬ নভেম্বর পরিবেশ, বন ও আবহাওয়া পরিবর্তন দফতর নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী, দেশের রাজধানী এলাকায় খেতের আগাছা পোড়ানোর জন্য কৃষকের জরিমানা দ্বিগুণ হয়ে ত্রিশ হাজার টাকা করা হয়েছে। পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে যা দিতে হবে।
নির্দেশিকা অনুযায়ী দুই একরের কম পরিমাণ জমির কৃষককে প্রতি ঘটনা পিছু দিতে হবে ৫ হাজার টাকা। দুই থেকে পাঁচ একরের ক্ষেত্রে জরিমানা হবে ১০ হাজার টাকা। পাঁচ একরের বেশি হলেই ৩০ হাজার টাকা। আগে যা ছিল যথাক্রমে ২৫০০, ৫০০০ ও ১৫ হাজার টাকা।
আরও পড়ুন: সিঙাড়া চুরি! সিআইডি তদন্তের নির্দেশ
উল্লেখ্য, পূর্বের ওই জরিমানার পরিমাণ জেনে ১০ অক্টোবর বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার সহ পাঞ্জাব এবং হরিয়ানা সরকারকে ভর্ৎসনা করে।
দেখুন অন্য খবর: