পূর্ব বর্ধমান: বিনা পয়সার আইসক্রিম খেয়ে অসুস্থ ৩০ জন গ্রামবাসী। হাসপাতালে ভর্তি ২ শিশু। এই ঘটনার পর এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বিজয়রাম গ্রামের কুড়েপাড়ায়।
জানা গিয়েছে, ওই গ্রামে একটি বেসরকারি আইসক্রিম কারখানা আছে। গত সোমবার রাতে ওই কারখানা থেকে কিছু ফ্রি স্যাম্পেল বিলি করা হয়। এরপর মঙ্গলবার থেকেই ওই এলাকার মানুষদের মধ্যে অসুস্থতা বাড়তে থাকে। পেট ব্যাথা, মাথা ব্যাথা, ডায়েরিয়া, জ্বরের মত নানা উপসর্গ দেখা যায় ৩০ জনের মধ্যে। তাঁদের মধ্যে দুজনের একটু বাড়াবাড়ি হওয়ায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকার পঞ্চায়েত সদস্য সবার খোঁজ নেন। তিনি কারখানার ম্যানেজারকে হুঁশিয়ারি দেন। এরপর তিনি বিডিওকে বিষয়টি জানান। বিএমওএইচ হয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে খবর যায়। ইতিমধ্যে ওই এলাকায় আশাকর্মীদের পাঠানো হয়েছে। গিয়েছে মেডিক্যাল টিমও।
পঞ্চায়েত সদস্য সঞ্জয় সাঁই জানান, কুড়েপাড়া, কেশরাপাড়া সহ এলাকার ৪০০-র বেশি লোক ওই আইসক্রিম খেয়েছে। তাঁর দাবি, ওগুলো মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম। তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
ওই কারখানার কেয়ারটেকার সুরজিৎ দাস জানিয়েছেন, ফ্রিতে আইসক্রিম নিতে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। তাঁর আরও দাবি, এগুলো বাইরের কোম্পানির আইসক্রিম। মেয়াদ উত্তীর্ণ নয় সেগুলো। তাঁরা কাউকে যেচে আইসক্রিম বিলি করেন নি বলেও দাবি করেন তিনি।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, তিনি ফুড সেফটি দফতরে বিষয়টি জানিয়েছেন। আইসক্রিম থেকে যদি বিষক্রিয়া হয়ে থাকে তবে বিষয়টি তাঁরা অবশ্যই দেখবেন। তিনি জানান, ভর্তি হওয়া দুজন এখন ঠিক আছে। তিনি বিএমওএইচকে রিপোর্ট দিতে বলেছেন। রিপোর্ট দেখে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।