কলকাতা: বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন (Train FireKorba Express Train Fire)। দাউদাউ করে জ্বলছে ট্রেনের এসি কামরা। বিশাখাপত্তম স্টেশনে (Vishakhapatnam Station) দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে আগুন লেগে যায়। জানা গিয়েছে, তিনটি কামরায় আগুন লেগেছে। ধোঁয়ায় ঢেকেছে স্টেশন চত্বর। ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে স্টেশন। যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন: কয়েক দফায় কোটি কোটি টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে, দাবি ইডির
জানা গিয়েছে, কোরবা-বিশাখাপত্তনমগামী এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় আগুন লেগে যায়। কোরবা থেকে আসছিল ট্রেনটি। বিশাখাপত্তনম থেকে এরপরে তিরুপতি যাওয়ার কথা ছিল বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার পরই আগুন লাগে বলে খবর। বি৬, বি৭, এম১ কামরায় আগুন লেগে যায়। প্রকাশ্যে এসেছে আগুন লাগার ভিডিও। তাতে দেখা যাচ্ছে দাউদাউ করে আগুন বের হচ্ছে ট্রেনের কামরা থেকে। তিনটে কামরায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। যাত্রীরা আগুন দেখতে পেয়েই রেল কর্তৃপক্ষকে খবর দেয়। সঙ্গে সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। যাত্রীদের নিরাপদভাবেই নামিয়ে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে। রেলের তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের জেরে আপাতত এই ট্রেনটি বাতিল করা হয়েছে। যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
অন্য খবর দেখুন