মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ডোমকল ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে বাজ পড়ে ২৯ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে বেশিরভাগই ছাত্রী। এই ঘটনার খবর পেয়ে ডোমকল হাসপাতালে আসলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। কথা বলেন, ছাত্রছাত্রীদের পরিবারের সঙ্গে।
পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও তাঁর কথা হয়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চিকিৎসার কোনও ত্রুটি নেই। সঠিকভাবে চিকিৎসা চলছে। একইসঙ্গে ছাত্রছাত্রীদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন: দমদমের গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকেলর ২০টি ইঞ্জিন
দেখুন আরও অন্যান্য খবর: