বাঁকুড়া: বাঁকুড়া শহরে ডেঙ্গির প্রকোপ। ইতিমধ্যে শহরে ১৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে। পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নামল বাঁকুড়া পুরসভা। বাঁকুড়ার বেশ কিছু ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই শহরে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়েছে ১৯।
বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙা এলাকায় গতবছর কার্যত মহামারির আকার নিয়েছিল ডেঙ্গি। যা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয়ছিল বাঁকুড়া পুরসভাকে। চলতি মরসুমে শুরুতেই ডেঙ্গির সংক্রমণে লাগাম আটাকাতে উঠে পড়ে নামে পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের খোজ পাওয়া গিয়েছে। শহরে ১৯ জন ইতিমধ্যেই আক্রান্ত। এর মধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙা এলাকায় আক্রান্তের সংখ্যা ৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যসচিবের বৈঠকের ডাক
পুরসভার তরফে ইতিমধ্যেই ওই এলাকায় শিবির করে রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় সাফাই কাজ ও সচেতনতা বৃদ্ধিতেও বিশেষ কর্মসূচি নিয়েছে পুরসভা। এলাকায় শুরু হয়েছে মশানাশক স্প্রে করার কাজও। শুক্রবার সকালে এলাকা পরিদর্শনে যান বাঁকুড়ার পুরপ্রধান ও উপ পুরপ্রধান সহ পুরসভার পদাধিকারীরা। পুরসভার দাবি, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: