হাওড়া: হাওড়া-ধুলাগড় টোল প্লাজা থেকে উদ্ধার করা হল ১০০ কেজি গাঁজা। রাতের অন্ধকারে গাড়ি করে পাচার করা হচ্ছিল সেই গাঁজা। পুলিশের কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল। আর সেই খবর সামনে আসার পরেই পুলিশ অভিযানে নামেন। উদ্ধার করা হয় গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয় ১ জনকে।
নারকোটিক্স আধিকারিকদের কাছে আগেই খবর ছিল, ওড়িশা থেকে বাংলায় পাচার করা হচ্ছে গাঁজা। তবে কত পরিমাণের গাঁজা পাচার করা হচ্ছে সেই পরিমাণ জানা ছিলনা পুলিশের। তবে খবর পাওয়ার পরই হাওড়া-ধুলাগড় টোল প্লাজায় হানা দেয় বিশেষ দল। সেই অভিযানেই দুটো গাড়ি আটক করে ৯৮ কিলো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর
পাচারকারীরা পিঠের ব্যাগে করে ১০০ কেজি গাঁজা পাচার করছিল বলে জানানও হয় পুলিশের পক্ষ থেকে। ১০টি ব্যাগে করে চালানো হয় এই পাচার প্রক্রিয়া। তবে তার আগেই উদ্ধার করা হয় ১০০ কেজি গাঁজা। পুলিশের পক্ষ থেকে জানানও হয়েছে ১০০ কেজি গাঁজার বাজারমূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
দেখুন অন্য খবর
The post হাওড়া-ধুলাগড় টোল প্লাজা থেকে উদ্ধার ১০০ কেজি গাঁজা first appeared on KolkataTV.
The post হাওড়া-ধুলাগড় টোল প্লাজা থেকে উদ্ধার ১০০ কেজি গাঁজা appeared first on KolkataTV.