কলকাতাঃ রাজ্যের পক্ষ থেকে বেতন বাড়ানো হলো রাজ্যের অস্থায়ী কর্মীদের। বহুদিন ধরে রাজ্যের ‘কর্মবন্ধু’রা দাবি তুলেছিলেন বেতন বাড়াতে হবে তাদের। অবশেষে বছর শেষের আগে কর্মবন্ধুদের বেতন বাড়াল রাজ্য। এক লাফে বেতন বাড়ল তিন হাজার টাকা। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি।
আরও পড়ুন : ইংল্যান্ডের বড় জয়, বেলজিয়ামকে হারাল ইতালি
বেতন বৃদ্ধির কথা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য সরকারের অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানও হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসে ২ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের। এবার থেকে তাদের মাসিক বেতন হতে চলেছে ৫ হাজার। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। বেতন বৃদ্ধির কথা শুনে খুশি রাজ্যের বিভিন্ন দফতরের সহায়ক কর্মীরা।
উল্লেখ্য, টিএমসি সরকার ক্ষমতায় আসার পরই চালু করা হয় কর্মবন্ধু প্রকল্প। অষ্টম শ্রেণি পাশ করলেই মেলে কর্মবন্ধুর চাকরি। কর্মবন্ধু প্রকল্পের আওতায় কর্মরত ব্যক্তিদের অফিস সাফাই করা-সহ বিশেষ কাজে লাগানো হয়। এতদিন পর্যন্ত তাদের মাসে ৩ হাজার টাকা বেতন দেওয়া হত। কিন্তু দিন দিন অগ্নিমূল্য হচ্ছে বাজার। সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। তাই দীর্ঘদিন ধরে কর্মবন্ধুর আওতায় কর্মীরা বিক্ষোভ দেখান বেতন বৃদ্ধির দাবিতে। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ হাজার টাকা বেতন বাড়ানো হল সাফাই কর্মীদের।
দেখুন অন্য খবর
The post সুখবর! অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বাড়াল রাজ্য first appeared on KolkataTV.
The post সুখবর! অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বাড়াল রাজ্য appeared first on KolkataTV.