বেহালা: রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। প্রায় কয়েকশো জন মিলে এই তাণ্ডব চালায়।
পুলিশ সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাকুরপুকুরের এক বাসিন্দা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এর পরেই মৃতের পরিবার হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর চালায়। এক সঙ্গে কয়েকশো জন মিলে ঢুকে পড়ে হাসপাতাল চত্বরে।
আরও পড়ুন:আজ উপনির্বাচনের ফলপ্রকাশ, সব কেন্দ্রেই এগিয়ে তৃণমূল
নষ্ট করা হয়েছে প্রচুর ওষুধ ও ইনজেকশন। তিনজন নার্সিং কর্মী আহত হয়েছে বলে খবর। বাথরুমেও নিয়ে গিয়ে এক নার্সকে মারা হয় বলে অভিযোগ। অভিযোগ, ছিঁড়ে দেওয়া হয় জামা-কাপড়।
রাত ন’টা নাগাদ ডেথ সার্টফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় রোগীর পরিবারের। তার পরেই উত্তেজনা ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে থাকা রোগীরা। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, রোগীরা বেড ছেড়ে পালিয়ে যায়। মেল অবজার্ভেশন ওয়ার্ডে বেশ কিছু মহিলা ঢুকে যায়। ঘটনার খবর পেয়ে পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, রোগীর অবস্থা খুব খারাপ ছিল। একদম শেষ সময়ে এনেছিল রোগীর পরিবার। বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।
দেখুন অন্য খবর:
The post রোগী মৃত্যুকে ঘিরে বেহালার বিদ্যাসাগর হাসাপাতালে ধুন্ধুমার, আহত ৩ নার্সিং কর্মী first appeared on KolkataTV.
The post রোগী মৃত্যুকে ঘিরে বেহালার বিদ্যাসাগর হাসাপাতালে ধুন্ধুমার, আহত ৩ নার্সিং কর্মী appeared first on KolkataTV.