বর্ধমান: সভা মঞ্চে মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়া নিয়ে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শনিবার সকালে বর্ধমানে বলেন, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি ছিঁড়ে গেল, সেফটিপিন লাগাচ্ছেন। সেফটিপিন লাগাতে গিয়ে হাতও ফুটিয়ে ফেললেন? এ সব কিছু ড্রামা। আমার জুতো নেই, আমার চপ্পল নেই, আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, এবার বলবেন আমার কাছে ভোট নেই। এসব সহানুভূতির ভোট করে এতদিন জিতে এসেছেন।
উল্লেখ্য, ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের (Kalipad Soren) সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রচারে গিয়ে জুতো ছিঁড়ে গেল মমতার। জনসভার মঞ্চে দাঁড়িয়েই জুতোয় সেফটিপিন লাগিয়ে নিলেন। তারপর আদিবাসী নৃত্যে পা মেলান মমতা। টানা প্রায় দেড় মাস নির্বাচনী প্রচারে রয়েছেন তিনি। ছুটে যাচ্ছেন একের পর এক জেলায়। পরনে সেই চেনা সাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীল বা সবুজ পাড়ের সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি। এই চেনা বেশেই। শুক্রবার, ঝাড়গ্রামের জনসভাতেও তার অন্যথা হয়নি। তবে মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে বিপত্তি। হঠাৎ, তাঁর হাওয়াই চটি ছিঁড়ে যায়।
আরও পড়ুন: উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
এদিন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজেরা পোস্টার লাগিয়ে খবর তৈরি করছেন। কেউ খবরই রাখে না পিসি ভাইপো কোথায় যাচ্ছেন। হাসনাবাদের টিএমসির অঞ্চল সভাপতি আখের আলি বলেন, চার জুনের পর আমরাই থাকব। কেন্দ্রীয় বাহিনী থাকবে না। তখন দেখে নেব প্রকাশ্য সভা দেখে হুমকি? এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, অনেক নেতাই বলেছেন, উনারা কোথায় থাকবেন চার তারিখের পর ঠিক করুন। বসিরহাটের মহিলারা যে আওয়াজ দিয়েছেন, যে প্রতিরোধ করেছেন দেখাদেখি দক্ষিণবঙ্গ জুড়ে যে প্রতিরোধ হচ্ছে মানুষ বুঝিয়ে দিচ্ছেন টিএমসির দিন শেষ।
সন্দেশখালিতে সিবিআই ক্যাম্প হচ্ছে এটা করে কতটা উপকার হবে মানুষের?
আপনারা দেখছেন মহিলারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন। নিজের বাড়ি পাহারা দিচ্ছেন ও বিভিন্ন ভোট পাহারা দিচ্ছেন, এতদিন ওখানে একতরফা ভোট হত। শাহজাহান বলে দিত আর তাদের লোককে ভোট দিয়ে আসত। আপনারা দেখেছেন মহিলার সঙ্গে কী অত্যাচার। রাত্রিবেলায় তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ ও মারছে মহিলাদের চুলের মুঠি ধরে।
আরও খবর দেখুন