কলকাতা: টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। কিন্তু দলের ব্যাটাররা সেই সিদ্ধান্তের কোনও সম্মান রাখলেন না। টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেল ১৭৫ রানে। আবারও ব্যর্থ হল টপ অর্ডার। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করলেন ঋষভ পন্থ। তিনিও খারাপ শট খেলে প্যাভিলিয়নে ফিরলেন। আবারও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে সফল বোলার স্কট বোল্যান্ড। চার উইকেট নিলেন তিনি। জশ হ্যাজলউড থাকলে তিনি সুযোগ পান না। কিন্তু যখনই সুযোগ পান, নিজেকে প্রমাণ করেন। মিচেল স্টার্ক তিন উইকেট নিলেন। নাথান লায়ন এবং প্যাট কামিন্সের সংগ্রহ যথাক্রমে একটি এবং দুটি উইকেট।
আরও পড়ুন: ফের ব্যর্থ টপ অর্ডার, লড়ছেন পন্থ-জাদেজা
বৃহস্পতিবার দিনটা যে ইস্যু উত্তাল হয়েছিল, তাই সত্যি হল। বাদ দেওয়া হল অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। টস করতে এলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। জানিয়ে দিলেন, দলে দুটি বদল হয়েছে, আকাশ দীপের জায়গায় অভিষেক করছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং রোহিতের জায়গায় খেলছেন শুভমান গিল।
বিরাট কোহলি (Virat Kohli) সেই একই কায়দায় আউট হলেন। বোল্যান্ডের অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালালেন, বল জমা পড়ল তৃতীয় স্লিপের হাতে। আগের টেস্টের মতো খারাপ শট না হলেও এই বলটাও ছেড়ে দিতে পারতেন কোহলি।
দেখুন অন্য খবর:
The post ফের ব্যাটিং বিপর্যয়, ভারত অল আউট ১৮৫ রানে first appeared on KolkataTV.
The post ফের ব্যাটিং বিপর্যয়, ভারত অল আউট ১৮৫ রানে appeared first on KolkataTV.