বারসভা: সোশ্যাল মিডিয়ায় ৫৫ লক্ষের বেশি ফলোয়ার্স, কিন্তু রাজনীতির ময়দানে এক্কেবারে কুপোকাত। পেলেন মাত্র ১৫৫ টি ভোট। বিধানসভা নির্বাচনে যখন মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের গেরুয়া ঝড় নিয়ে চর্চা চলছে, তখন এক সোশ্যাল মিডিয়া তারকার ভরাডুবির খবর সামনে এল। রাজনীতির ময়দানে নাম লিখিয়ে ভোটারদের মন জয় করতে ব্যর্থ হলেন ‘বিগ বস’ খ্যাত অভিনেতা আজাজ খান। মহারাষ্ট্রের বারসভা বিধানসভা কেন্দ্র থেকে তিনি আজাজ সমাজ পার্টি (কাঁসি রাম)-র প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন। তিনি হয়তো ভেবেই নিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটের ময়দানেও বাজিমাত করবেন। কিন্তু বিজেপি বনাম শিবসেনার লড়াইয়ের মাঝে জেন খড়কুটোর মতো হারিয়ে গেলেন এই ‘বিগ বস’ তারকা।
আরও পড়ুন: রাজস্থানের কোটা যেন মৃত্যুপুরী! সাত তলা থেকে ঝাঁপ পড়ুয়ার
উল্লেখ্য, মহারাষ্ট্রের বারসভা বিধানসভা কেন্দ্রটি গিয়েছে শিবসেনার (উদ্ভব বালাসাহেব ঠাকরে) দখলে। এই কেন্দ্রের শিবসেনা প্রার্থী হারুন খান পেয়েছেন ৬৫,৩৯৬ টি ভোট। অন্যদিকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ ভারতী লাভেকার পেয়েছেন ৬৩,৭৯৬ টি ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১,৬০০ ভোটে ফলাফল গিয়েছে উদ্ভব বালাসাহেব ঠাকরের শিবসেনার পক্ষে। আর এই বিধানসভা কেন্দ্রেই প্রার্থী ছিলেন ‘বিগ বস’ খ্যাত অভিনেতা আজাজ খান। তিনি মাত্র ১৫৫ টি ভোটই পেয়েছেন এই নির্বাচনী লড়াইয়ে। এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে, সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা কখনই বাস্তব জীবনে সেভাবে প্রভাব বিস্তার করতে পারে না।
দেখুন আরও খবর:
The post ফলোয়ার্স ৫.৬ মিলিয়ন, ভোট মাত্র ১৫৫ টি! কে সেই অভাগা প্রার্থী? first appeared on KolkataTV.
The post ফলোয়ার্স ৫.৬ মিলিয়ন, ভোট মাত্র ১৫৫ টি! কে সেই অভাগা প্রার্থী? appeared first on KolkataTV.